উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ
নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধায় ইয়াবাসহ যুবক মো.রফিকুল ইসলাম (৩০) কে সদর উপজেলার লস্কারপুর এলাকা থেকে আটক করে পুলিশ। সে সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মো.মফিজুল ইসলামের পুত্র। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সালাম, সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) আশিক, নাজিম ও ফোর্স নড়াইল সদর উপজেলার লস্কারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।