কর্ণফুলী চ্যানেল অফিসের ব্যবস্থাপনা পরিচালক এর সাথে একান্ত আলোচনা করেন আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশ এর সন্মানীত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ব্যক্তিত্ব মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সম্পাদক, জনাব কবির নেওয়াজ রাজ ভাই। বাংলাদেশের মানুষের কল্যাণে, অন্যায় প্রতিহত করণে, মাদক মুক্ত যুবসমাজ উপহার দেওয়ার লক্ষে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে দেশের সকল সংবাদ কর্মীকে এক যোগে কাজ করার আহবান করেন। সাংবাদিক ফোরাম, সম্পাদক, প্রত্যেকটি পত্রিকার ব্যক্তি স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় বৈধ্যতা এবং ধর্মীয় নিয়ম নাীতির অনুশ্বাষণ মেনে একযোগে কাজ করার সিন্ধান্ত গৃহিত হয়। পারষ্পরিক সহযোগিতা ও একে অন্যের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আলোচনা হয়। কর্ণফুলী চ্যানেলের সন্মানীয় ব্যবস্থাপক মহাদয় সরাসরি কথোপকথন ও মানুষের কল্যাণের সন্মানীয় সম্পাদক কবির নেওয়াজ রাজ ভাই এর সাথে একান্ত বৈঠাক এবং মতবিনিময় হয় কর্ণফুলী চ্যানেল অফিসে। সাংবাদিক মহাদয়দের একই ফ্রেমে ক্যামেরাবন্ধি করা হয় যথাযোগ্যভাবে। এই আলোচনার মাধ্যেমে আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের সন্মান আরও এক ধাপ বৃদ্ধি পেলো। সন্মানীত কর্ণফুলী চ্যানেলের ব্যবস্থাপক ও মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সম্পাদক কবির নেওয়াজ রাজ ভাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যকামনা করে হৃদয়ের অন্তঃস্থলে সুপ্ত শ্রদ্ধেয় ভালবাসার বহিপ্রকাশ করছি।
প্রচারে, তরুণ সাংবাদিক মোঃ আজিজুল হাকিম, দেবহাটা থানা সভাপতি, দেবহাটা,সাতক্ষীরা, আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ।