রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলার হাটপাড়া এলাকায় ডাকবাংলা খেয়াঘাটের সামনে।
বিপুল পরিমান সোনাসহ এক অসাধু চোরাকারবারি কে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাকারবারি চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লার ছেলে (১)মুক্তার হোসেন (৪০) ।
বৃহস্পতিবার ২৪-২-২০২২ সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়া ঘাট (হাটপাড়া) থেকে তাকে আটক করা হয়েছে।
গোদাগাড়ী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আকটকৃত চোরকারবারি গোদাগাড়ী ঘাট হতে সোনাগুলো চরে নিয়ে যাচ্ছিলো। বিজিবির উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে থাকায় স্বর্ণ
তার কাছ থেকে ৭টি স্বর্ণেরবারে ৭০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানান।
এই বিষয়ে আইনগত দিক প্রক্রিয়াধীন বলে বিজিবির এই কর্মকর্তা জানান।