পশ্চিম বাংলার বিধান সভার অধিবেশন নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় চিড়ে ভেজাতে নারাজ রাজ্যপাল জগদীশ ধনকড়, অধিবেশন রাত দুটোই।।
আগামী ৭,ই, মার্চ থেকে যে পশ্চিম বাংলার রাজ্য বিধান সভার অধিবেশন শুরু হতে চলেছে তা শুরু হবে দিন দুটোর যায়গায় রাত দুই ঘটিকায়। এদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেন পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের কাছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তারা যে অধিবেশন শুরু নিয়ে মন্ত্রী সভার অনুমোদন নিয়ে আপনার কাছে অধিবেশন শুরু করতে দুই ঘটিকায় কথা বলা হয়েছিল তা টাইপের ভুলে দিন দুটোর যায়গায় রাত দুটো হয়ে গেছে। এর জন্য তারা ভূল স্বীকার করে নিচ্ছেন। কিন্তু রাত দুটোর যায়গায় দিন দুটোয় করার জন্য অনুরোধ করেন। কিন্তু পশ্চিম বাংলার রাজ্যপাল তা মানতে চাননি। কারণ হিসেবে দেখিয়েছেন যে ঐ অধিবেশন এর সময় ঠিক করে দিয়েছে পশ্চিম বাংলার মন্ত্রী পরিষদ। তাকে তিনি মান্যতা দিয়ে অধিবেশন ডেকেছে। এখানে তিনি স্বাক্ষর করেন এবং তা প্রেস রিলিজ করে দেয়। এতকিছুর সত্বেও আজ পশ্চিম বাংলার রাজ্যপালের কাছে গিয়েছিলেন পশ্চিম বাংলার অ্যাডভোকেট জেনারেল শ্রী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি এই পশ্চিম বাংলার বিধান সভার অধিবেশন শুরু র টাইম নিয়ে কথা বলেন তা পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয় তাতে রাজ্যপাল সায় দেয়নি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজ্যপালের কাছে চিড়ে ভেজায়নি। এখন দেখার বিষয় পশ্চিম বাংলার বিধান সভার যে রাত দুটোয় হবার কথা সেই বিষয়ে কতদূর পযন্ত গোড়ায়।।