লিটন সরকার ঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণ সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিছট পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে আনুলিয়া ইউনিয়ন পরিষদ।
সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান এলাহি বক্স সরদার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির, ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ, সুপার মাওঃ ইয়াহিয়া, পারিশামারী মাধ্যমিক বিদ্যালয় অ।বঃ প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা, সাবেক শিক্ষক বসির আহমেদ, সাবেক মেম্বার আজগর আলি, সরদার রুহুল আমিন, আঃ আজিজ, আঃ জলিল, রেজাউল কবির, হাসানুজ্জামান, সংবর্ধিত মহিলা মেম্বার আঞ্জুয়ারা, আকলিমা খাতুন, রোকেয়া খাতুন, মেম্বার এটিএম মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, মোক্তার হোসেন, শহিদুল ইসলাম, আলা উদ্দিন, মামুন ইকবাল শহিদুল, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাবেক চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক মন্ডলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ দুর্নীতি ও অনিয়মমুক্ত, জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আনুলিয়া ইউনিয়ন পরিষদকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত শিল্পীবৃন্দ অনুষ্ঠানে সংগীত পরিবেশ করে দর্শকদের মনোরঞ্জন করেন।