হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে নারী উন্নয়ন সংগঠন প্রেরণা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু ন্যায্যতায় অপ্রতিরুদ্ধ নারী শীর্ষক আলোচনা সভা, নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার ( ৭ই মার্চ) বিকাল ৫ টায় প্রেরণা কার্যালয় চত্ত্বরে প্রেরণা এর পরিচালনা পর্ষদের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ কলেজের অধ্যাপক (অবঃ), বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি
এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আশেক মেহেদী, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সেক্রেটারী শান্তি গোপাল প্রমুখ। অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী ও প্রেরণা’র বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নারী উন্নয়ন সংগঠন প্রেরণা’র নির্বাহী পরিচালক শিক্ষিকা শম্পা গোষ্মামী। পরে নাটিকা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।