১৯০৩ সালের এপ্রিল মাসে, জার্মানির গ্রামোফোন কোম্পানি ভারতীয় সঙ্গীত বাজারে প্রবেশ করে। কিন্তু গ্রামোফোন রেকর্ডের প্রতি লোকজনের তেমন আগ্রহ ছিল না, এগুলো গোরা সাহেবদের ব্যাপার স্যাপার বলেই তারা ধরে নিয়েছিলো। সংস্থাটি এবার ব্যবসায়ীবুদ্ধি চাললেন – বাজারে তিন মিনিটের একটি রেকর্ডিং ছাড়া হলো, যাতে একজন মহিলা “জোগিয়া রাগ” গেয়েছেন। এই রেকর্ডটিই এ অঞ্চলে রেকর্ডের ব্যবসা এবং ভারতীয় সঙ্গীত ব্যবসার আমুল পরিবর্তন ঘটায়। গ্রামোফোন কোম্পনি এবং সংগীত প্রেমীরা যে মেয়েটির কণ্ঠস্বরে অনুপ্রাণিত হন তিনি হচ্ছেন কলকাতার গওহর জান। তিনিই প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যার কন্ঠ ইলেকট্রনিকভাবে রেকর্ড করা হয় এবং জনপ্রিয়তা লাভ করে “কলের গান”। The Gramophone girl এর দেখানো পথেই কে এল সায়গল, বেগম আখতার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, এ আর রহমান’দের মতো লিজেন্ডরা সংগীত অঙ্গনকে বিকশীত করেছেন…..
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।