মঠবাড়িয়ায় ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধির ওপর এমপি প্রার্থীর ক্যাডারের হামলায় বিএমএসএফ’র প্রতিবাদ। পিরোজপুরের মঠবাড়িয়ায় মহাজোট সমর্থিত জাপার লাঙ্গল মার্কার প্রার্থী ইউসুফ আলী ফরাজীর ক্যাডাররা বৃহস্পতিবার দুপুরে ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর প্রতিনিধি ও বিএমএসএফ’র যুগ্ম-সাধারণ সম্পাদক তামিম সরদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। তামিমকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিএমএসএফ’র কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, গত ১৫ ডিসেম্বর ঝিনাইদহে বিএমএসএফ’র জেলা সমন্বয়কারী ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহমান মিল্টনসহ আরেক সাংবাদিককে অফিসে ঢুকে অতর্কিত হামলা চালায় একদল নরপশু। এভাবে প্রতিনিয়ত সাংবাদিকরা মার খাচ্ছে। এই ধরনের হামলা-নির্যাতন বন্ধে সকল সংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেছে বিএমএসএফ। তামিম সরদারের ওপর হামলার খবর পেয় বিএমএসএফ পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন’র এসএম তানভীর’র নেতৃত্বে একটি টিম বিকাল সাড়ে ৩টায় মঠবাড়িয়া হাসপাতালে পৌঁছে চিকিৎসার খোঁজ খবর নেন এবং থানায় একটি জিডি করেন। বিএমএসএফ’র জেলা কমিটির কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম জানান, এখনও তামিমের জ্ঞান ফেরেনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিএমএসএফ পিরোজপুর জেলা কমিটির সভাপতি জহিরুল হক টিটু জানান, এ ঘটনায় আগামিকাল শুক্রবার সকাল ১১টায় জরুরী সভা আহবান করা হয়েছে। পুরাতন ডিসি অফিসে বিএমএসএফ’র অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।