কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ থেকে প্রায় পাঁচ বছর আগে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ কে তিনটি ভাগে বিভক্ত করে দেয় পুলিশ প্রশাসনের সচ্ছতা আনতে। ২০১৭,সালে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশ কে তিন টি জেলা হিসেবে ভাগ করে দেয়। তার মধ্যে ডায়মন্ডহারবার জেলা পুলিশ। এবং সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ। এই বারুইপুর জেলা পুলিশের মধ্যে পড়ে গোটা সুন্দর বন এলাকা। বারুইপুর থানা থেকে শুরু করে সুদূর সুন্দর বন লাগোয়া জয়নগর ও কুলতলি অন্যদিকে বাসন্তী থানা ও সুন্দর বনের গোসাবা থানা এবং সুন্দর বন পাখিরালা থানা এবং সুন্দর বনের মোল্লা খালি থানা সহ কিছু কোস্টাল থানা এলাকা নিয়ে বিশাল বারুইপুর জেলা পুলিশ তার মধ্যে ক্যানিং থানা ও ভাঙড় থানা এবং বকুলতলা থানা ও কাশিপুর থানা আছে। বৃহত্তম বারুইপুর জেলা পুলিশ বিগত পাচ বছর ধরে বারুইপুর জেলা কে অপরাধ মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে। চুরি ডাকাতি ও ছিনতাই এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে গেছে। এবং বহু ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। নারী পাচার কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং সুন্দর বনের চোরাচালান রুখতে দিনের পর দিন অভিযান চালিয়ে গেছে। গাজা ও হিরোইন সহ বহু দাগী অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের কে হাতে নাতে ধরা হয়েছে। তাই নয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে কঠোর পরিশ্রম করে চলেছে বারুইপুর জেলা পুলিশের কর্মকর্তারা। রাজনৈতিক হানাহানি বন্ধ করতে অনেকাংশেই সাফল্য অর্জন করেছে। সাধারণত মানুষের নিরাপত্তা ব্যবস্থা দিতে বদ্ধপরিকর বারুইপুর জেলা পুলিশ। আজ বারুইপুর জেলা পুলিশের পাচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভসূচনা করেন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার শ্রী ভৈরব তেওয়ারী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের সদর এ এস পি এবং বারুইপুর জেলা পুলিশের এস ডি পি ও এবং বারুইপুর থানার আই সি এবং বারুইপুর জেলা মহিলা পুলিশের আই সি শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু ও বারুইপুর জেলা পুলিশের এস ও জি শ্রী লক্ষীরতণ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অফিসার উপস্হিত ছিলেন।।