তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিন্নাতুন নাহার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাবসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আনসার ও ভিডিপির জেলা এ্যাডজুটেন্ট ড. লুৎফর রহমান তোফা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমারদে, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও আইন শৃংখলার কাজে জড়িত বিভিন্ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন আইন শৃংখলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তন্ময় শাহ্
01722092024