শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কালিগঞ্জে চৌমুহনী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৫ টাকা নিয়ে ভ্যানচালকের হাতে যাত্রী খুনের ঘটনায় হত্যাকারীকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে পুলিশ নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু কালিগঞ্জে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঞ্চল্যকর বহুল আলোচিত মা ও মেয়ের জোড়া খুনের রহস্য উদঘাটন করল পিবিআই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন কবির নেওয়াজ রাজ  সাতক্ষীরায় দুই মাসে ১৬৮টি হারানো মোবাইল বিকাশে খোয়া যাওয়া টাকা ২ লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকে ফিরিয়ে দিলো পুলিশ কালিগঞ্জে সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জান্নাত মায়ের পদতলে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান
নড়াইলে তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড 

নড়াইলে তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড 

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
নড়াইলে মাদক মামলায় যশোরের তিন যুবক কে যাবজ্জীবন কারাদন্ড  প্রদান করেছেন আদালত। সোমবার (১৪ মার্চ) সকালে দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত ৩ জন আসামির মধ্যে ২ জন রায় ঘোষণার সময় হাজির ছিলো একজন পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের ফয়সাল হোসেন, খলিলপুরের সাব্বির হোসেন মোল্যা (পলাতক) এবং কিসমত মাহমুদপরের সুমন হোসেন মোল্যা। মামলা বিবরণে সুত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় গত ২৮ জুন ২০১৫ তারিখে মাদক উদ্ধার পরিচালনার সময় যশোর থেকে আগত একটি মোটরসাইকেল গতিরোধ করে মোটরসাইকেলের তিন যুবককে তল্লাশী করে কিছু না পাওয়ায়, তাদের ব্যবহারকৃত মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলে প্রাস্টিকের ব্যাগে রাখা ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামি ২ জনের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com