আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি:
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অঙিকার ‘সকল শিশুর সমান অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর,পরাষ্ট্রমন্ত্রী ও পরাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস ও দূতাবাসের নবনিযুক্ত শ্রম প্রথম সচিব মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহররাইনে অবস্থারত রাজনৈতিক,
সামাজিক ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কবিতা আবৃত্তি করেন বাহরাইন বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা।
পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।