“নলতা হাইস্কুলে ড. হোসনে আরা বানু বৃত্তির ১ম কিস্তির ৬০ হাজার টাকা প্রদান”
মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা বাংলাদেশের প্রথম মহিলা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার এবং নলতা হাইস্কুলের ১৯৮১ ব্যাচের কৃতি শিক্ষার্থী, কানাডা প্রবাসী ড.হোসনে আরা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
২০ মার্চ রবিবার বেলা ১১ টায় স্কুলে অধ্যয়নরত এবং পূর্ব মনোনীত ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৫০০ টাকা হারে ৬ মাসের এককালীন ৩০০০ হাজার করে ১ম কিস্তির মোট ৬০ হাজার বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন-
নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী ড.হোসনে আরা বানু’র মেজ ভ্রাতা মো. হাবিবুর রহমান, প্রভাষক ও সংবাদকর্মী মো. মনিরুজ্জামান (মহসিন),
সমাজসেবক আলহাজ্জ মো.রেজাউল ইসলাম, এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো. শহীদুল আলম’র বোন ড.হোসনে আরা বানু বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শ্রেণির দরিদ্র,অসহায় ও মেধাবী শিক্ষার্থীরা হলো-
১০ম শ্রেণির- মো.সাকিব হোসেন, মো.রাশেদ আলী, মো.আরাফাত হোসেন, রইমা পারভীন রুমি, মো. জাকারিয়া, মো.রাকিবুজ্জামান ও মো. আলমগীর হুসাইন।
৯ম শ্রেণির- মো. আমানউল্লাহ, তানিশা ইয়াসমিন তিশা ও মো. সাব্বির হোসেন।
৮ম শ্রেণির- সাকিবা সুলতানা মীম, মো. নাঈম হোসেন, মো. সাকিব হোসেন, মো.মেহেদী হাসান, আরিনা পারভীন ও মো. সাফায়েত হোসেন।
৭ম শ্রেণির- মিম আক্তার ইভা, মো. ফরহাদ হোসেন, মো. মোস্তাকিম হোসেন ও ছাবিকুন্নাহার।
প্রধান শিক্ষক সহ বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির টাকা প্রাপ্তির পর যার যার শিক্ষার উন্নয়নে ব্যয় করতে হবে। পাশাপাশি ড. হোসনে আরা বানু ও তার পরিবারের দীর্ঘায়ূ কামনা করা এবং বড় হয়ে তার দেখানো পথ অনুসরণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, অবশিষ্ট জুলাই-ডিসেম্বর ২০২২ ছয় মাসের এককালীন করে টাকা পরবর্তীতে একইভাবে প্রদানের কথাও জানান ড. হোসনে আরা বানু’র ভাই মো. হাবিবুর রহমান।