ব্রজেন দাশ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে “সহায়” কতৃক সারাদিন ব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করে সাতক্ষীরা সদর ইউনিয়নের ১৪ টা স্কুলের ছাত্র – ছাত্রীরা।জাতীয় সংগীতের মাধ্যমে খেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রোগ্রাম অফিসার হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের বিভিন্ন স্কুলের শিক্ষকদ্বয়, খেলা পরিচালকগণ এবং মিডিয়া সাংবাদিক। অনুষ্ঠানটির অর্থায়নে ছিলো “মানুষের জন্য ফাউন্ডেশন”।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন , বর্তমানের শিক্ষার্থীরা একেকটা রত্ন।তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক রেখে তারা একসময় সরকারের বিভিন্ন উচ্চপদে যোগদান করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন শরীর চর্চায় খেলাধুলার চালিয়ে যাওয়ার জন্য তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করেন।তিনি আরো বলেন খেলায় জয় পরাজয় কোনো বিষয় নয়,অংশগ্রহণই মুখ্য বিষয়।সারাদিন ব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।খেলার পরিচালকগণ খুব সূক্ষ্মভাবে বিজয়ীদের নামের তালিকা সংগ্রহ করেন। শিক্ষার্থীরা
বলেন, “সহায়” এর এমন কার্যক্রমে
তারা এমন একটা খেলাধুলার অনুষ্ঠানে যোগদান করতে পেরে অনেক খুশী।খেলাধুলার শেষ পর্যায়ে প্রধান অতিথি এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকরা বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।