নব্বই দশকের নেতা লিটন এর মৃত্যুতে সাংবাদিক গাজী এনামুল হক লিটনের আবেগঘন ফেসবুকে স্ট্যাটাস
অজাতশত্রু একজন মানুষ….
চলাফেরা,কথাবার্তায় প্রচন্ড ব্যাক্তিত্বসম্পন্ন। চারপাশের গতানুগতিক কুটিল অথবা নীচু মনের মানুষগুলোর চেয়ে সম্পুর্ন বিপরীত মেরুর একজন মানুষ।
নব্বই দশক থেকে ছাত্ররাজনীতি করেছেন,সকল আন্দোলন সংগ্রামে সর্বাগ্রে থেকেছেন। তাদের বাসাটাই ছিলো ছাত্র রাজনীতিবিদদের মিলনস্থল।
সবসময়ই ছিলেন চাহিদাহীন, নির্লোভ, নিরহংকারী, সদালাপী, হাস্যোজ্জ্বল, বন্ধুপ্রিয় একজন মানুষ। আমরা যারা ছোট প্রত্যেককে প্রচন্ড স্নেহপূর্ণ ভালবাসায় আগলে রাখতেন সবসময় ।
আমাদের লিটন ভাই….
আমাদের মাঝে আর নেই।চলে গেলেন খুব অকালে।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সারা শহর খুজে এমন মানসিকতার দ্বিতীয় মানুষটি পাওয়া দুর্লভ।
মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা, তিনি যেন ওনাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নেন।
লিটন ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি।