হাফিজুর রহমান শিমুলঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় বড়শিমলা কারবালা হাইস্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে বড়সিমলা কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ , বীর মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এস এম মমতাজ হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, অধ্যাপক রাম প্রসাদ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বড়শিমলা কারবালা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলের মালা, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধীত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান খান ( মরণোত্তর) আসাদুর রহমান খান, কৃষ্ণ পদ ঘোষ, আহমদ আলী, শিবপদ সরকার, মাওলানা আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী, রেজাউল হক, এবং অফিস সহকারি আবুল কাশেম, ও এমএলএসএস জামাত আলী( মরণোত্তর)। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।