ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ২ হাজার ১১৩টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী ডিউটি করবে। এর বাইরেও ৪/৫টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম থাকবে। এছাড়াও থানা ও ডিভিশনাল পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং ঢাকা শহরে চারটি কন্ট্রোল রুম থাকবে। এখান থেকে আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত করব। যে ১৪টি কেন্দ্র থেকে ব্যালট পেপার জমা এবং গ্রহণ করা হবে সেখানে রয়েছে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।’আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অনলাইনে গুজব প্রতিরোধে আমাদের সাইবার টিম কাজ করছে। যদি কোন ধরনের প্রতিবন্ধকতা থাকে তাহলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেব।’নির্বাচন সংশ্লিষ্টদের নিরাপত্তার বিষয়ে কমিশনার বলেন, ‘নির্বাচনে প্রতিটি প্রার্থী ও তাদের এজেন্টদের নিরাপত্তা দিতে আমরা ব্যবস্থা নিয়েছি।’নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার যে আয়োজন আমরা করেছি সেখানে আমাদের সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখব।’ভোটারদের আশ্বস্ত করে কমিশনার বলেন, ‘কোন ভোটারকে কেউ কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করলে সে আমাদের কন্ট্রোলরুম, সংশ্লিষ্ট ডিসি, নির্বাচন কমিশন অফিস ও প্রিজাইডিং অফিসারকে জানাতে পারবেন। এছাড়াও ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানাতে পারবে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন ধরণের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তবে যারা ট্রেন, লঞ্চ ও বিমানে ভ্রমন করবে তাদের বৈধ টিকেট ও পাসপোর্ট থাকলে তাদের গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করা হবে । এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।’
তথ্য সূত্র: এনটিভি অনলাইন