ভোটের ঠিক আগের দিন সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখত। এ আসনের মহাজোটের প্রার্থী অ্যাডভোটেক মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, মহাজোটের দুইজন প্রার্থী থাকলে আমাদের পরাজয়ের সম্ভবনা ছিল। পার্টির চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। তাই আমি মুস্তফা লুৎফুল্লাহকে পূর্ণ সমর্থন জানিয়ে প্রার্তিতা প্রত্যাহার করে নিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ওই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোটেক মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাপার সভাপতি শেখ আজাহার হোসেন, সাধারণ আশরাফুজ্জামান আশু প্রমুখ।