মহাকাশ বিজ্ঞান ও গবেষণা বিজ্ঞানের সাথে পরিচিত করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের জয়নগর থানার আই সি শ্রী অতনু সাতরা র উদ্দোগে একটি সাধারণ ইস্কুলের ছাত্র ও ছাত্রীদের নিয়ে প্রোগ্রাম চালু করা হয়। এখানে টেলিস্কোপ ও দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশে সূর্য তারা এবং নক্ষত্রের চলাফেরা এবং গতি পথ ও অবস্থান এবং তাদের কক্ষের পরিধি বিস্তৃত নিয়ে আলোচনা করা হয়। এবং টেলিস্কোপের মাধ্যমে কি ভাবে জানতে পারা যায় তাদের গতিবিধি তা দেখানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী ভৈরব রেওয়ারী আই পি এস এবং জয়নগর থানার আই সি শ্রী অতনু সাতরা এবং জয়নগর থানার বিভিন্ন ইস্কুলের কচি কাচা ছোট ছোট ছাত্র ও ছাত্রীরা।।