মোঃ শহিদুল ইসলাম (সবুজ)
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্হা জাতীয়করণের দাবীতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল (সোমবার) বাকবিশিস পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. ইকতিয়ার হোসেন পান্না’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ইশ্বর চন্দ্র দাস, পিরোজপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সরদার, জেলা কমিটির সদস্য মিরাজুর রহমান ও গোলাম সরোয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ধর্ম অবমাননার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে গ্রেফতারকৃত মুন্সীগন্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলকে বিচারবিভাগীয় তদন্ত শেষে নিঃশর্ত মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হাগ্রহণ, পরিবারের নিরাপত্তা বিধান, মিথ্যা গুজব ছড়ানোসহ সকল প্রকার ধর্মীয় নিপীড়ন অবসানসহ শিক্ষা ব্যবস্হাকে শৃঙ্খলায় আনার জন্য শিক্ষাকে জাতীয়করণ, ঈদের পূর্বে সিকি বোনাসের পরিবর্তে শতভাগ বোনাস প্রদানের দাবী জানান।