মোঃ শহিদুল ইসলাম (সবুজ)
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর সদরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার দুই সুবিধা বঞ্চিত দরিদ্র ছাত্রীকে গাইডবইসহ শিক্ষা উপকরণ দিয়েছে
স্বেচ্ছাসেবী সংগঠন হ্যাভিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি)।
গতকাল মঙ্গলবার দুপুরে এইচডিটির সদস্যরা পিরোজপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন বাবুই কার্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকর বিতরণ করা হয়। এ সময় বাবুইর প্রতিষ্ঠাতা ও এইচডিটির সদস্য হাছিবুর রহমান, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক কবির হোসেন ও আল ফাতাহ পাবলিকেশনের জেলা মার্কেটিং অফিসার মোতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন।
এইচডিটির সদস্য হাছিবুর রহমান বলেন, আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি দশম ও সপ্তম শ্রেণির দুই এতিম ছাত্রীর অর্থাভাবে গাইডবই কিনতে পারছে না। এরপর আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের গাইডবইসহ এক বছরের শিক্ষা উপকরণ দিয়েছি। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
দশম শ্রেণির (১৪) ছাত্রী বলে, নবম শ্রেণিতে গাইড বই দরকার ছিল। গাইড না থাকায় পড়াশোনা করা যাচ্ছিল না। বই পেয়ে আমি খুশি।