ইমরান হোসেনঃ
ঝালকাঠিতে আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা “লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার” নামক একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। ঝালকঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ( শিশু ) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, প্রবীন চিকিৎসক আলাউদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির খান, কাউন্সিলর তাসলিমা বেগম । এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ মোল্লা বলেন, ‘শুধু ব্যবসা নয়, রোগীদের স্বাস্থ্য সেবা দেওয়া আমাদের লক্ষ্য। আমরা সকলের সহযোগিতা চাই।