হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের অর্ধশতাব্দীর সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত সাকী’র মাগফেরাত কামনায় স্মৃতিচারণ, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ কামাল বখত সাকী স্মৃতি সংসদের আয়োজনে বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫ টায় সৈয়দ কামাল বখত সাকী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু’র সভাপতিত্বে ও পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপির চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান আলি আল রাজি টোকন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।