লিটন সরকার উপজেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে মন্দির চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর কুমার বাছাড় দিপু। শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন। সমাবেশে অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আমীর হোসেন জোয়ার্দ্দার, সাইফুল ইসলাম বাবলু, আলা উদ্দিন লাকী, মহিলা মেম্বার শাহনাজ পারভিন প্রমুখ। সমাবেশে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উত্থাপন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আবুল কালাম, তিথি গাইন, মন্দির কমিটির সেক্রেটারী তপন মন্ডল, অবঃ শিক্ষক লুৎফর রহমান, ইউপি সদস্য আবু হাসান, নজরুল ইসলাম, মনীন্দ্র সরদার, আক্তার হোসেন, আবু হাসান, ইয়াছিন আলি, আঃ রাজ্জাক, নজরুল ইসরাম বাচ্চু, মহিলা মেম্বার নীলিমা, শামীমা লুৎফর প্রমুখ।
প্রধান অতিথি ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা থানা এলাকার মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। সকল মানুষের অধিকার রক্ষা ও শান্তিশৃংখলা বজায় রাখা আমাদের দায়িত্ব। অমুকের সাথে ওসির জানাশুনা আমাদের কথা শুনবেননা এমন ভাবনা ভাবার সুযোগ নেই। আমি যতদিন আছি ভাল থাকতে চাই। আপনাদের ছোট বড় যেকোন সমস্যা আমাকে নির্দ্ধিধায় জানবেন, কারো মাধ্যম লাগবেনা। অভিযোগ করেন প্রতিকার অবশ্যই পাবেন। আমাদেরকে সম্মানের সাথে বাচা উচিৎ, অসম্মানের সাথে বাঁচা না বাঁচার মধ্যে কোন পার্থক্য নেই। আপনারা সবাই সচেতন হোন, নিজের পরিবারের তথা সমাজ তথা দেশের কল্যাণের কথা ভাবুন। ইউনিয়ন থেকে আমরা সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ দূর করে দেব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, মনে রাখবেন আপনার জীবনের মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আপনার সন্তান পরিবার ও সর্বোপরি রাষ্ট্রের কাছে মূল্যবান। নিজেকে ভাল করুন, নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আপনরা সমাজ ভাল করতে কাজ করুন। ২৪ ঘন্টা আমাদেরকে পাশে পাবেন।