হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার সম্মেলন কক্ষে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান আগামী ২৬ এপ্রিল আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এরই মধ্যে সারাদেশে ৩২ হাজার ৯শ ৪টি ঘর নির্মাণ হয়ে গেছে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ৬৫ টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৫টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের ঘরগুলি হস্তান্তর করা গেলে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে। আশ্রয়ন ২ প্রকল্পর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরইমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লক্ষ ১৭ হাজার ৩শ ২৯ টি ঘর দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান কালিগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ৩৬ ও দ্বিতীয় পর্যায়ে ৭০ মোট ১শ ৬টি ঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক ভূমিহীনদের অনুকূলে ২% জমির মালিকানা সহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। ঘরের সঙ্গে রান্নাঘর টয়লেট, আঙিনায় হাঁস মুরগী পালন ও শাকসবজি চাষও জায়গা রয়েছে। দারিদ্র বিমোচনের এই নতুন পদ্ধতি ইতিমধ্যে শেখ হাসিনা মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল দর্শন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। জাতির পিতার জ্যৈষ্ঠ কন্যা সে লক্ষ্য পূরণে দিনরাত কাজ করে চলেছেন। প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সুকুমার দাশ বাচ্চু, এস এম আহমদ উল্লাহ বাচ্চু, শাওন আহমেদ সোহাগ, আরাফাত আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯টা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান একসাথে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।