প্রভাষক মনিরুজ্জামান (মহসিন):
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সমাজসেবক, সুফী-সাধক,সাহিত্যিক, দার্শনিক, পীর-এ কামেল, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, আধ্যাত্মিক সাধক, জ্ঞান তাপস, মুসলিম রেঁনেসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৩ দিন ব্যাপী বেছাল শরীফ উপলক্ষে ৬ শাওয়াল ১৪৪৩ হিজরি ৮ মে ২০২২ খ্রি. রবিবার সকাল থেকে আলোচনা ও মিলাদ-মাহফিল শুরু হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে চলমান অনুষ্ঠানমালার মধ্যে ছিল-
৬ শাওয়াল ৮ মে রবিবার: সকাল সাড়ে ৯টায় ও বাদ মাগরিব এবং ৭ ও ৮ শাওয়াল ৯ ও ১০ মে বাদ ফজর ও বাদ মাগরিব আলোচনা, মিলাদ-মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী সহ বিভিন্ন বক্তা আলোচনা রাখেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে দো-জাহানের অশেষ নেকী হাছিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন সকলকে বিশেষভাবে আহবান জানিয়েছিলেন।