বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
ভালােবাসার লাল আগুন’ নিয়ে আসছেন শিল্পী শারমীন দীপু

ভালােবাসার লাল আগুন’ নিয়ে আসছেন শিল্পী শারমীন দীপু

জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শারমীন দীপু বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন। মঞ্চ ও টেলিভিশনেও অসাধারণ পারফরম্যান্স ও দরদী কণ্ঠে গান পরিবেশনের মাধ‍্যমে দর্শক শ্রোতাদের হৃদয় জয় করেছেন বহু আগে। বিশেষ করে তাঁর প্রাণবন্ত গান পরিবেশন খুবই উপভোগ‍্য।
তিনি অনেক গুলো মৌলিক গানও  উপহার দিয়েছেন।  এবার তিনি “ভালােবাসার লাল আগুনে /
 পুইড়া হইলাম কালারে/ ইহার চেয়ে মরণ ছিল ভালা ”  এমন সব অসাধারণ নান্দনিক কথা সমৃদ্ধ গান নিয়ে আসছেন আগামীকাল ১৫ মে রোববার।
এ বিষয়ে শিল্পী দীপুর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ভালােবাসার লাল আগুনে ‘ একটি নিগুঢ় প্রেমের গান। এটি গ্রামীন আবহে ভিজ‍্যুয়ালাইজ করা হয়েছে। গানটির ব‍্যাপারে আমি খুবই আশাবাদী। প্রত‍্যাশা করছি আমার দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে। গান নিয়ে অনেক দূর যেতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চাই’
উল্লেখ্য যে, শারমীন দীপুর জন্মস্থান ফরিদপুর। বসবাস ঢাকা উত্তরা। মা আইনজীবী। বাবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পড়ছেন ব‍্যারিষ্টারি। ছোট বেলা থেকেই গানে তালিম নিয়েছেন। ২০০৪ সালে নতুন কুড়িতে দ্বিতীয় হওয়ার মাধ্যমে গানের ভূবনে পদার্পন। মৌলিক গান করেছেন ৩০টি। রয়েছে ৪টি একক এ‍্যলবাম। গাড়ি চালাতে ও দেশ বিদেশ ঘুরতে  ভালোবাসেন।
ভালােবাসার লাল আগুনে ‘ গানটির গীতিকার জাহাঙ্গীর রানা, সুর এবং সঙ্গীত  আকাশ মাহমুদ, ভিডিও নির্দেশনা ও সম্পাদনায় আশিক মাহমুদ,  শিল্পি শারমীন দিপু,  ভিডিও  দৃশ‍্যে  মডেল- শারমীন দিপু, সোনিয়া আক্তার, নাঈম খান হিমেল,  ১৫ মে শুভ মুক্তি ইউটিউব চ্যানেল “শারমীন দিপু অফিশিয়াল”
গানটির লিরিক্স :
ভালােবাসার লাল আগুনে
পুইড়া হইলাম কালারে
ইহার চেয়ে মরণ ছিল ভালা ||
এই আগুনের এমনি গুন
মানে না সে আশ্বিন ফাল্গুন
জ্বালাইয়া পুড়াইয়া মারে
প্রাণ করে উতলা ||
প্রেম জ্বালা যার নাই জীবনে
ভালােবাসার সে কী জানে।
বাহির দেখে বােঝেনা কেউ
ভিতরে কি জ্বালা ।।
সুখ নাই নাই নাইরে শান্তি
বাহিরে ঘরে অশান্তি
জাহাঙ্গীর রানা কয়
পিরিত দুঃখ ফুলের মালা II
:—
গীতিকার : জাহাঙ্গীর রানা,
সুর এবং সঙ্গীত  : আকাশ মাহমুদ,
 ভিডিও নির্দেশনা ও সম্পাদনায় : আশিক মাহমুদ,  শিল্পি : শারমীন দিপু,
ভিডিও  দৃশ‍্যে  মডেল : শারমীন দিপু, সোনিয়া আক্তার, নাঈম খান হিমেল,
১৫ মে শুভ মুক্তি : ইউটিউব চ্যানেল “শারমীন দিপু অফিসিয়াল”
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com