বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন

সান্তাহার রেলওয়ে পুলিশের অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

সান্তাহার রেলওয়ে পুলিশের অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ মে) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে খোরশেদ আলম (৪৬) , বিপ্লব (২২), রুবেল (২৫) নামের চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার থালতা মাঝ গ্রাম এলাকার তালেব আলীর ছেলে খোরশেদ আলম একই এলাকার খোরশেদ আলমের ছেলে বিপ্লব ও একই উপজেলার ভস্কুর এলাকার রশিদের ছেলে রুবেল।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলমের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় মাদকদ্রব্য আইনে ১ টি ও নওগাঁ সদর থানায় আরও একটি চুরির মামলা আছে। অন্য ২ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়।গ্রপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, সান্তাহার রেলওয়ে থানাধীন সকল রেলওয়ে স্টেশনে মাদক, চোর, পকেটমারসহ সকল অপরাধ দমনে আমরা বদ্ধ পরিকর।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com