স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সত্যিকারের মানুষ হতে আদর্শ ও নৈতিক শিক্ষার বিকল্প নাই। পুথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার স্বরূপকাঠির শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন। এসময় পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীজননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও এ কাজের জন্য মন্ত্রী শম রেজাউল করিমকে অভিনন্দন জানানো হয়। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সাবেক সংসদ সদস্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানেআরো বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারেফ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামানফুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
আব্দুস সালাম সিকদার, পরিচালনা পরিষদের সদস্য আতিকুল্লাহ,শিক্ষক কাজী সাইফুদ্দিন তৈমুর, মাহামুদুর রহমান খান প্রমুখ। মন্ত্রী এর আগে উপজেলা পরিষদ চত্তরে ইলিশ রক্ষা মৌসুমে বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের মাঝে প্রনোদনা হিসেবে গাভী বিতরন করেন।