গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। দুপুরে উপজেলার নাজিরপুর-শ্রীরামকাঠী সড়কের ভীমকাঠী নাম স্থানে এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত পুলিশ সদস্যরা হলেন- নাজিরপুর থানার এএসআই সঞ্জিবন বালা (৩৮) ও একই থানার পুলিশ সদস্য মো. ছগির হোসেন (৩২)।
আহত সঞ্জিবন বালা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের সুবল বালার ছেলে। আর ছগির হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার দক্ষিন আঙ্গারিয়া ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের আলতাফ রাঢ়ির ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দায়িত্ব পালনের জন্য উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে পাঠানো হয়। তারা মোটর সাইকেলে করে যাওয়ার কালে মোটর সাইকেল পিছলে পড়ে উভয়েই আহত হন। এদের মধ্যে ছগির হোসেনের অবস্থা গুরুতর।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম জানান, গুরুতর আহত পুলিশ সদস্য ছগিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।