শেখর মজুমদার স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//
দীর্ঘ ২৫ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের
বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। সকল প্রকার কোন্দল ও হানাহানি ভুলে ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল, সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সম্পাদক এসএম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক গাজী, অ্যাডভোকেট মোস্তফা
কামাল, দফতর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগের সদস্য মো. গোলাম কবির, শহিদুল আহসান, স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাদ সাকিব বাদশা, একেএম আজিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা মো. বেলায়েত হোসেন, কাজী সাইফুদ্দিন তৈমুর, সাইদুর রহমান, হুমায়ুন বেপারী প্রমুখ। বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন গ্রুপের সমর্থকরা ব্যানার ফ্যাস্টুন নিয়ে মিছিল সহকালে উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকে। বিভিন্ন নেতার সমর্থনের তারা স্লোগান দিতে থাকে।এতে চরম উত্তেজনার সৃষ্টি হয়। নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন এর কড়া নজরদারী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ডিবি পুলিশ উপস্তিতির কারনে কোন প্রকার অপ্রীকির পরিস্থিতির সৃষ্টি হয়নি।