বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখার সুজানগরের প্রবাসীদের সামাজিক সংগঠন দিগন্ত ফাউন্ডেশনের ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে থাকা সদস্যদের নিয়ে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল সভায় সারোয়ার আলমের সঞ্চালনায় ও হাফিজ লিয়াকত আলীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত সবার সম্মতিক্রমে হাফেজ মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি ও লিয়াকত হাসানকে সাধারন সম্পাদক পুনরায় নির্বাচিত করে পরবর্তী ২ বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য সুজানগরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন একটি মেডিকেল সেন্টার নির্মাণের জন্য বিগত ২ বৎসর যাবত দিগন্ত ফাউন্ডেশন নিরলস প্রচেষ্টা করে আসছে। শীঘ্রই ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন,
রমুজ আলী , মোহাম্মদ আলী, মিসবা আহমেদ কয়েস,সোহাইল আহমেদ, আসহাব উদ্দীন জুয়েল, ফাহিম আহমেদ,মাসুম আহমেদ, আশফাক আহমেদ,হাফিজ হেলাল উদ্দিন, হাফিজ সোহেল আহমেদ,আব্দুল মুমিন, অলিদ আহমেদ, তারেকুল ইসলাম সাইদ, জিয়া বকশ, ইব্রাহিম আহমেদ -প্রমুখ।
পরিশেষে ফাউন্ডেশন,
দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মাওলানা মোহাম্মদ আলীর মোনাজাত পরিচালনার মাধ্যমে ভার্চুয়াল সভার সমাপ্তি হয়।