মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
গলাচিপা উপজেলার শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত প্রথম প্রতিষ্ঠান ১নং আমখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ১নং দুর্নীতি ধান্দাবাজ মদির হাট আলিম মাদ্রাসা। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭৫ সালে স্হাপিত হয় এবং উক্ত মাদ্রাসাটি মরহুম করোম আলী খা প্রতিষ্ঠাতা করেন। এবং মাদ্রাসাটি চালু করে কিছু বিশ্বাসঘাতক ও মীর জাফর বেইমানদের ভন্ড প্রতারক কে উক্ত প্রতিষ্ঠানে চাকরির ব্যাবস্হা করে দেন। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার জন্য মরহুম করম আলি খা তার হজ্জে যাওয়ার টাকা দিয়ে সাহায্য করেন এবং প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠিত করেন।কিন্তু তার নাম মুছে দেওয়ার বিভিন্ন কৌশল করেন এই প্রতারক অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান এবং তার অত্যাচারের স্বিকার মাদ্রাসা শিক্ষক, স্টাফ সহ শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার সাধারণ জনগণ।
এই আলিম মাদ্রাসার অধ্যক্ষ হওয়ায় তিনি খুবই কৌশলে ধীরে ধীরে সকল নিয়োগ কমিটি কে গুছিয়ে তার আপন চার ছোট ভাই সহ তার ওরজজাত সন্তান কে চাকরির ব্যাবস্হা করে দেন এবং এদের অনেকেই অল্প শিক্ষিত ও ভুয়া জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করে। এক প্রকার পারিবারিক মাদ্রাসা তৈরি করে ফেলে। এবং বতর্মানে তারা মোচ তাউয়ে চাকরি করে।
এই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে শুধু একাধিক বার নয়। অনেক অনেক বার দুর্নীতির দায়ে বহুবার উপজেলা জেলা সহ ঢাকা শিক্ষা অধিদ্পতর থেকে তদন্ত এসে সকলেই অকল্পনীয় টাকা খেয়ে তদন্তের ফাইল বন্ধ করে দেয়। এবং অনেক রাজনৈতিক ব্যক্তিগন ও তার কাছ থেকে টাকা খেয়ে বসে আছে। সে আওয়ামীলীগের তৃণমূল নেতা থেকে বতর্মান এমপি পযর্ন্ত। এই সাবেক অধ্যক্ষ কিছুদিন হয় অবসারে গিয়েছে তারপরও বিভিন্ন কৌশলে আওয়ামীলীগ নেতাদের মেনেজ করে বতর্মান এমপির কাছ থেকে সভাপতি হওয়ার জন্য ডিউলেটার নিয়ে এসে সভাপতি হয়। এবং সে প্রায়ই কোন না কোনো কিছু দুর্নীতি করে তার জন্য একাধিক বার প্রতিষ্ঠানের বেতন ভাতা আটকিয়ে যায়। তা ছুটানের জন্য অনেক আওয়ামীলীগ নেতারা উপজেলা শিক্ষা অভিসার কে সুপারিশ করে। এরকম হাজারও প্রমাণ রয়েছে।
অনেক শিক্ষক শিক্ষার্থী সহ অবিভাবক রয়েছে যারা এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জরীত তাদের ক্ষতিহবে এই চিন্তা করে কিছু স্বীকার করতে পারছেনা এবং বলতে পারছেনা । এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠান টি কে বা কাহারা প্রতিষ্ঠান করেছে তাই ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রোবিন শিক্ষক ও এলাকার অনেক বয়স্ক মুরুব্বিয়ানার কাছে জিগ্গেস করলে মরহুম মোঃ করম আলী খা এর নাম খুজে পাওয়া যায়। এবং তিনিই একমাত্র প্রতিষ্ঠাতা।
বতর্মান সরকারের সবচেয়ে বড় সমালোচনা কারী এবং সার্থ হাসিল কারী এই দুর্নীতিবাজ মোঃ হাফিজুর রহমানের আওয়ামীলীগ নেতাদের আশ্রয়স্তলে বসবাস করে। এজন্য প্রতিটি সমস্যা থেকে অব্যাহতি পায়। এলাকার সাধারণ জনগণ বলে ওকে পৃথিবীর কেউ ধংশ করতে পারবেনা সংয়ঙ আল্লাহ ছাড়া।
এলাকার সাধারণ জনগণের সর্ব শেষ দাবি এই ভুয়া সাইনবোর্ডে ভুয়া প্রতিষ্ঠাতা সেজে মোঃ হাফিজুর রহমান মাদ্রাসায় টাঙিয়ে দিতে চাচ্ছিল। যা সাধারণ জনগণের ক্ষিপ্ত হলে তা সরিয়ে ফেলা হয়।