মোঃ ছাবির উদ্দিন রাজুঃ
ভৈরবের কমলপুর আমেনা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় আদালতের রায়ে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ।
আজ রবিবার (২৯ জুন) বিকালে বাড়ীর জমির মালিক মোঃ রুস্তম মিয়া কে এ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর আগে ভৈরব কমলপুর মৌজায় দেড় শতাংশ বাড়ীর জমি নিয়ে আদালতে ২০১৪ সালে ৭৭-২০১৪ মামলা দায়ের করেন মোঃ রুস্তম মিয়া নামের এক ব্যক্তি।
এ মামলায় র্দীঘ শুনানি শেষে ১/ ২০২০ সালে আদালত বাদী মোঃ রুস্তম মিয়ার পক্ষে ডিক্রি ঘোষণা করেন।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ঐ ডিক্রির প্রেক্ষিতে আদালত কর্তপক্ষ সরেজমিনে ঐ বাড়ীতে গিয়ে ১ টি বিল্ডিং ১ টি হাফ বিল্ডং,১ টি টিন সেইট ঘর ভেঙ্গে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে জমির মালিককে দখল বুঝিয়ে দেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রসাষক কার্যালয়ের মোঃ ইকবাল হাসান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজেষ্ট্রেট, কিশোরগঞ্জ জেলা জজ আদালতের নাজির মোঃ সাইফুল ইসলাম, জারীকারক, ঢোল,নিশান ম্যান,বিভিন্ন শমিক, ভৈরব থানার এসআই রিগ্যানের নেতৃত্বে পুলিশ টিম, সাংবাদিক,মানবাধিকার কর্মী সহ এলাকার স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।
সকালে আদালতের ঠিম আসার পর স্থানীয় কাউন্সিলর ও মুরুব্বিদের পক্ষ থেকে সামাজিতা রক্ষার স্বার্থে বাদী কে বাড়ীঘর না ভেঙ্গে বিকল্প সিস্টেমে জমি বা টাকা দেওয়ার প্রস্তাবে ঘন্টা খানেক সময় চেষ্টা করেও সম্মতি অর্জন করতে পারে নি।