মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ৭৫ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্ধোধন করেন।
এসময় তিনি বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং মঠবাড়িয়া পৌর ও সদর ইউনিয়ন ভূমি অফিসের সেবা গ্রহনকারীদের জন্য বিশ্রামাগার “ছায়াবিথী’র উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, হাবিুবর রহমান, শাহাদাৎ হোসেন রাজা, আব্দুল লতীফ, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।