সাফায়েত হোসেন সজীব, মনোহরগঞ্জ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে নুরুল ইসলাম হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত নুরুল ইসলাম হৃদয় লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র এবং মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় গ্রামের শফিকুর রহমানের ছোট ছেলে৷ স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল অনুমান ৭.৩০ মিনিটের সময় আশিরপাড় বাজারের ইসলামী ব্যাংক ভবনের ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্র নুরুল ইসলাম হৃদয়ের মর্মান্তিক মৃত্যু হয়। সে স্থানীয় এক শিক্ষককের কাছে কোচিং করতে এসে বিল্ডিংয়ের ছাদে মোবাইলে কথা বলা অবস্থায় অসাবধানতাবসত বিল্ডিংয়ের ছাদের সাথে থাকা বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। নিহত নুরুল ইসলাম হৃদয় আশিরপাড় বাজারের পূর্বপাশে নতুন বাড়ীর শফিকুর রহমান ও নাসিমা বেগমের ৬ সন্তানের মধ্যে সবার ছোট। সে আশিরপাড় উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করেছে। সে ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষায় এ+ ও বৃত্তি পেয়েছে। পরবর্তীতে সে লাকসাম নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজে প্রথমবর্ষে অধ্যয়ন করছিলো। আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান,অত্যন্ত মেধাবী ছাত্র ছিলো নুরুল ইসলাম হৃদয়। তার মৃত্যুর খবরটি শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি। তাকে নিয়ে তার মা-বাবার অনেক স্বপ্ন ছিলো। মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম জানান, খবরটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।