রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ’লীগ সরকারের নানামুখী পদক্ষেপ প্রশংসিত হয়েছে —— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না…… স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) আড্ডা ও খুঁনসুটিতে আল হাদীস বিভাগের প্রাণের উচ্ছ্বাস মিলনমেলা মাদারীপুরের জেলা প্রতিনিধি উদ্দ্যোগে বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া কে এই নাজিম উদ্দিন ছিঃ পিরোজপুর প্রেসক্লাব ছিঃ সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ফিরোজ স্যারের মায়ের দাফন সম্পন্ন ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : তথ্যমন্ত্রী
নারায়ণগঞ্জে বড় জা-কে বাঁচাতে গিয়ে একে একে তিন জা-য়ের মৃত্যু

নারায়ণগঞ্জে বড় জা-কে বাঁচাতে গিয়ে একে একে তিন জা-য়ের মৃত্যু

মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর (একে অপরের জা) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন ওই এলাকার তিন সহোদর রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে একে অপরের জা হন।
নিহতদের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের কেচি গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই জা মনি রানী ও বাসন্তী রানী অসুস্থ ভেবে বড় জা বিমলাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তখন পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com