নিয়ামুল ইসলামঃ বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল দাখিল মাদ্রাসায় ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ১১টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জোড়খালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম, মানিকপোটল দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা শহিদুল ইসলাম, শিক্ষক আব্দুস সোবহান, আনোয়ার হোসেন, শিক্ষিকা শিখা খাতুন, জান্নাতুল ফেরদৌসী, শিউলী খাতুন, শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, সামছুল হক, ইমরান হোসেন ও আব্দুল খালেক প্রমুখ।