ঝালকাঠি, শুক্রবার,১০ জুন,২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের কাঁঠালিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে কাঁঠালিয়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আবু বক্কর সিদ্দিকী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মাহাতাব জাবেদ শামীম, সাংবাদিক নেতা মিলন সরদার, সোহাগ হাওলাদার।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাঠালিয়া উপজেলা শাখার ১১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়। আবু বক্কর সিদ্দিকি জুয়েলকে আহবায়ক, আসাদুজ্জামান সোহাগকে সদস্য সচিব করে ১১ সদস্য আহবায়ক কমিটি গঠিত হয় ।
সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের পূর্বের কমিটি ভেঙ্গে এ কমিটি গঠিত হয়।