বগুড়া (ধুনট)প্রতিনিধিঃ
বগুড়া ধুনট উপজেলার জোড়খালী পূর্ব পাড়া সামাজিক সংগঠন “ভোরের আলো ” ক্লাবের আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয় আজ (১০ জুন) শুক্রবার বিকাল ৩ টায় অত্র গ্রামের খেলার মাঠে। খেলায় অংশ গ্রহন করেন গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দুটি দল। সংগঠনের সভাপতি সুলতান হোসেনের সভাপতিত্বে খেলা শুরু করেন।
সংগঠনের সভাপতি সুলতান হোসেন বলেন, বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যাচ্ছে যুব সমাজ নেশায় ও বিভিন্ন গেইমে আসক্তি হয়ে পড়েছে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করা দরকার। আমাদের সামাজিক সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন রকম। আমাদের কাজ বিভিন্ন সেক্টর ভিত্তি করার ইচ্ছা আছে। যুব সমাজকে নেশা থেকে ক্রিয়া মূখী করার চেষ্টায় করছি। প্রত্যেক বছরের মতো এবার আয়োজন করে আমার খুব ভালো লেগেছে। খেলায় গোসাইবাড়ী ইউনিয়নের অনেক গ্রাম থেকে মানুষ খেলা দেখার জন্য এসেছে। বড়বিলা, নাটাবাড়ী, গোসাইবাড়ী, সোনারগাঁ, মরিচতলা, গুয়াডহরী সহ বেশ কয়েক এলাকা থেকে মানুষ ছুটে এসেছে খেলা দেখতে।
খেলায় অংশ গ্রহন করেন বিবাহিত বনাম অবিবাহিত। বিবাহিত দল ২ গোল অবিবাহিত দল ১ গোলে পরাজিত হয়। অবিবাহিত দল ১১ হাজার টাকা পুরস্কার পান, বিবাহিত দল ৫ হাজার টাকা।
উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, “ভোরের আলো” ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, আবু বক্কর সাবেক ইউপি সদস্য, আবু হোসেন, শাহিন প্রাং সহ প্রমুখ।