গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সেতারা স্মৃতি সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা। ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে তাকে নির্বাচিত করা হয়।
এর আগেও তিনি ২০০৩ ও ২০১৬ সালে উপজেলায় এবং ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
সাবেরা সুলতানা পিরোজপুর সদর উপজেলার ডুমুরিতলা গ্রামের মরহুম শাহজাহান মোল্লা ও ইরানী বেগমের কন্যা।স্বামী আহমদ জাকারিয়া ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক।
শিক্ষা জীবনে তিনি পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি পাশ করেন।এরপর তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।পেশাগত দক্ষতার জন্য তিনি বিএড কোর্স সম্পন্ন করেন।
সাবেরা সুলতানা ২০০২ সালে সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।বিদ্যালয়টিতে ৬২০ জন শিক্ষার্থী ও ১৭ জন শিক্ষক কর্মচারী রয়েছে।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।