মোঃ জিয়াউল হক
পিরোজপুর সদর উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের কদমতলা ইউনিয়নের ইউপি সদস্য সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম এর এ্যালবাম পর জনমেও চাই পুরো গানটি রিলিজ হয়েছে। একাধিক বার নির্বাচিত হয়ে ইউপি সদস্য সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম এর এটি দ্বিতীয় এ্যালবাম। এ্যালবামটি রিলিজ হওয়ার পরে জনমনে ব্যাপক সারা ফেলেছে। পর জনমেও চাই এ্যালবামটির সুর ও গীতিকার যাযাবর পলাশ জে ভিশনের ব্যানারে মিউজিকে রাজ হ্নদয় সৈকত ও শ্রুতির। সর্বশেষ মুক্তি পেতে যাওয়া গানটি ০৪ জুন মুক্তির পরে দর্শকদের কাছে সাড়া পাবার আশা রয়েছে।
সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, গানের জগতে আসার প্রস্তাব পেয়েছি অনেক থেকেই। কিন্তু গতানুগতিক শিল্পী হিসেবে এ জগতে আসতে চাইনি, নতুন কিছু খুঁজছিলাম। আশা রাখছি গানের জগতে দর্শকদের নতুন কিছু দিতে পারবো এবং দর্শক আমাকে নতুনভাবেই পাবেন- এতটুকু নিশ্চয়তা দিতে পারি।
সর্বশেষ প্রকাশি হতে যাওয়া গানটির প্রসঙ্গে জাহাঙ্গীর আরো বলেন, ‘কখনো ভাবিনি আমি নিজেই গান গাইবো বা অভিনয় করব। কিন্তু সেটাও হয়ে গেল। এটি আসলেই অনেক ভালোলাগার। পরিচিত অনেক জায়গায় আমাকে গান গাইতে হয়েছে। কখনো অনুরোধে, কখনো নিজেই আগ্রহ নিয়ে গেয়েছি। আমার বিশ্বাস গানটি প্রকাশ হলে শ্রোতা-দর্শকের কাছে অনেক ভালো লাগবে।