শেখর মজুমদারঃ
পিরোজপুরের নেছারাবাদে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় “বিষয় ভিত্তিক বিশেষজ্ঞের সাথে অপরাজিতা নেটওয়ার্কের সদস্যদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা, সমবায়, সমাজসেব, প্রাণী সম্পদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা ও শুশীল সমাজ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তি এবং বেসরকারি এনজিও প্রতিনিধি।মতবিনিময় সভার ধারনপত্র পাঠ করেন অপরাজিতা নিলুফা ইয়াসমিন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের দপ্তর বা প্রতিষ্ঠান থেকে এলাকায় অসহায় মানুষের বিশেষকরে নারীদের সেবা প্রদান ও সাবলম্বী করনে কি কি সেবা প্রদান করে থাকে এবং অপরাজিতা নেত্রীরা কোন কোন ক্ষেত্রে তাদের সাথে সহযোগী হয়ে কাজ করতে পারেন সেই সেই বিষয়ের উপর দীর্ঘ আলোচনা হয়।এবং আলোচনা শেষে তারা একসাথে কাজ করা এবং সাধারন মানুষের সেবা নিশ্চিত করার ক্ষেত্র গুলো চিহ্নিত করতে সক্ষম হন।
উক্ত মতবিনিময় সভায় সহায়ক হিসেবে থাকেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের বরিশাল ক্লাস্টার জেন্ডার ট্রেনিং অফিসার মোঃ খলিলুর রহমানক এবং নেছারাবাদ উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু।
মতবিনিময় সভায় ১০টি ইউনিয়নের ১৭ জন অপরাজিতা সদস্য অংশগ্রহণ করেন।