গাজী এনামুল হক (লিটন)
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় জর্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক নাহিদ ফেরদৌসী। এসময় পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি উপস্থিত ছিলেন।
রিকের সমৃদ্ধি কর্মসূচির কদমতলা ইউনিয়নের কর্মসূচি সমম্বয়কারী শংকর দেবনাথ জানান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতা ও গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালনায় অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। এদের মধ্যে ৪০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কনিষ্ট পরামর্শক সুব্রত কুমার পাল ও এস ফয়সাল আহম্মেদ।
এসময় রিকের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মোল্লা, শাখা ব্যবস্থাপক শেখ আরিফুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির কদমতলা ইউনিয়নের কর্মসূচি সমম্বয়কারী শংকর দেবনাথ ও স্বাস্থ্য কর্মকর্তা সুনীল মন্ডল উপস্থিত ছিলেন।