বৃষ্টি এলো আকাশ জুড়ে
ভেজা হাওয়ায় ভিজলো মন
ভালো বেসে কাছে পেতে
মনটা যে চায় সারাক্ষণ
ধুয়ে যাক সব দুষ্টু আবেগ
চলো কাটাই কিছুক্ষণ
মান অভিমান ধুয়েমুছে,
কাটবে শুধু মধুর ক্ষণ
ভাবছি কখন আসবে তুমি
বলবে দু’হাত মেলে
বাদল জলে গা ভিজিয়ে,
সিক্ত হবো দু’জন মিলে
এমন দিনে যায় না থাকা,
তোমায় ছেড়ে আপন জন
ঘরে যে আর থাকে না মন,
চলো ভিজি প্রিয়জন
কাজকে আজ দিলেম ছুটি,
তোমার সাথে কাটবে ক্ষণ
আজ সারাদিন করবো খেলা
বৃষ্টি সুখের উল্লাসে
ভিজে ভিজে কাটবে বেলা
বাদলা দিনের বিলাসে…
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।