যে সমুদ্র জয় করে
পদ্মা কী আর তার সাথে পারে?
পদ্মা সেতু শুধু সেতু নয়
সেতুর চেয়েও ঢের বেশি কিছু
গল্প,কবিতা, নাটক, উপন্যাস
কতইনা নিয়েছিলো পিছু
সব ভয় করে জয় খুলেছে দখিনা দুয়ার
বিশ্ব অবাক,পেরেছে বাঙালি
রুখবে কে তারে আর
কান্ডারী শেখ হাসিনার বাংলাদেশ
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
পুরোদেশ আজ একদেশ
যে সমুদ্র জয় করে
পদ্মা কী আর তার সাথে পারে?
লেখকঃ গাজীপুর সিটি কলেজ এর পরিচালনা পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম।