খুলনার সোনাডাঙ্গা মডেল থানাধীন ট্রাক টার্মিনাল এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ্ববর্তী হাসানবাগ এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭) ও সোনাডাঙ্গা বাস টার্মিনালের একটি লেদ কারখানার মিস্ত্রি মো. আক্তার (৪৫)।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে থানায় খবর আসলে ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের গলায় গামছা ও রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। পরে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।