এডভোকেট নাজমুল হাসানঃ ঢাকা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২২-২০২৩ এর সার্বিক ব্যবস্থাপনায় রবীন্দ্র- নজরুল জন্ম জয়ন্তী উদযাপন এবং আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ঢাকা আইনজীবী সমিতির ১০ম তলা মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট জিল্লুর রহমান অডিটোরিয়ামে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম, প্রধান আলোচক হিসেবে ছিলেন সাবেক সভাপতি ঢাকা আইনজীবী সমিতি ও চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি বাংলাদেশ বার কাউন্সিল সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব এডভোকেট সৈয়দ রেজাউর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোঃ নজিবুল্লাহ হিরু, সাবেক সভাপতি ঢাকা আইনজীবী সমিতি ও হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাদল।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্ট এর মাননীয় জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া, ঢাকা জজকোর্ট মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম চৌধুরী, ঢাকা কোর্টের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা ইয়াসমিন দীপা সহ অসংখ্য বিজ্ঞ আইনজীবীগন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম বলেন, সকল বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতায় মামলা ঝুলিয়ে না রেখে দ্রুত নিস্পত্তি করার জন্য অনুরোধ করা হলো।