মোঃ শহিদুল ইসলাম (সবুজ)
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
জানা গেছে বুধবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চাঁদপুর থেকে ছেড়ে আসা মানিক-০১ লঞ্চ কাউখালী লঞ্চঘাটে আসলে দুই মাদক ব্যবসায়ী উপজেলার
চিরাপাড়া গুচ্ছগ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ রুবেল (৪৪) ও ভান্ডারিয়া
উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের আব্দুস সালাম সরদারের ছেলে মোঃ ইলিয়াস
সরদার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছে ৪টি পলিথিনে
মোড়ানো ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে কাউখালী থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, রুবেলের বিরুদ্ধে আগে থেকেই কয়েকটি মামলা রয়েছে । সে দীর্ঘদিন যাবৎ কাউখালী-রাজাপুর-ভান্ডারিয়া-ঝালকাঠি
এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি
মামলা প্রক্রিয়াধীন।।