শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। কালিগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন করলেন আতাউল হক দোলন এমপি Jolpore.com অনলাইন বুক রিভিউ প্রতিযোগিতা পরীমনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই  এথেন্স সম্মেলন : দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৪ দিনের ন্যাপ এক্সপো, উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। -পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী নলতাকে মাদক ও বখাটেমুক্ত করতে চেয়ারম্যান আজিজুর এর ব্যাতিক্রম উদ্যোগ কেএমপিতে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অলংকরণ সাতক্ষীরা জেলার নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপসচিব আলমগীর

নিরাশ্রয়ণ।।মানুষের কল্যাণে প্রতিদিন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১০.৫৬ এএম
  • ১০৫ বার পঠিত

 

আর ৪ মাস হলে দিপার সঙ্গে বিয়ের ১৬ বছর পূর্ণ হতো। বিয়ের আগে ওকে ভাবি ডাকতাম, ও ছিলো রফিক ভাবী। আমার অফিসের বস রফিক স্যার, যেমন অমায়িক, তেমনই স্মার্ট। উনাদের ২ টা বেবি, দিশা ক্লাশ ফোর এ আর দ্বীপ ক্লাশ টু’তে পড়তো…

শান্ত স্বভাবের কারনে সবার কাছে আমার অন্যরকম কদর, তার উপর ব্যাচেলর। ট্যুর, ফ্যামেলী প্রোগ্রাম কিংবা গেট টুগেদার সবখানেই আমি। আর ভাবীদের আক্রমণেরও যেন একটাই টার্গেট, তা এই অধম। সবার একটাই প্রশ্ন আমি কেন এখনো ব্যাচেলর? কখনো ফ্যামেলী বার্ডেন, কখনো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছি বলে এড়িয়ে যেতাম। তবুও ভাবীরা খোঁচা মারতে ছাড়েন না, হাসান ভাই, অন্য কোন প্রবলেম নেই তো…! লজ্জায় মুখ লাল হয়ে যেতো কিন্তু বলার উপায় ছিলো না।
রফিক স্যারের অন্যত্র বদলী হবার বছর খানেক পর একদিন দিপার কল, কী ব্যাপার ভাবী এতদিন পরে? হাসান ভাই, জরুরি কথা আছে, একটু আসতে পারবেন? কি যে বলেন ভাবী, শিয়র আসবো….

#Hasan Hafizur Rahman

অফিস শেষে বিকালে ওদের বাসায় গেলাম। সে বাসায় অনেক পরিবর্তন নজরে এলো, সব কিছুতেই মলীন একটা ভাব। যা শুনলাম, তারজন্য মোটেও প্রস্তুত ছিলাম না । স্যার বাসায় আসেন না, টাকা পয়সাও পাঠান না। তিনি সম্ভবতঃ লিভ টুগেদার করছেন। এদের কোনও খবর রাখেন না। ৫ মাস যাবত দিশা দ্বীপের স্কুল যাওয়া বন্ধ। শান্তনা দিলাম, কোনও চিন্তা করবেন না ভাবী সব ঠিক হয়ে যাবে। আর আমরা তো আছি, নাকি? মাস চলার মতো কিছু পকেটে রেখে বাঁকী সবটাই ওর হাতে তুলে দিয়ে এলাম…

পরের মাস থেকে দীশা দ্বীপের স্কুল যাওয়া শুরু হলো, ওরা অনেক ট্যালেন্ট। অফিস যাবার পথে আমি স্কুলে রেখে যেতাম, দুপুরে দিপা আনতো। দায়িত্বটা নিজের করে নিলাম, ওদেরকে নিজের ভাবতে ভালো লাগা শুরু হলো…

আমাকে নিয়ে দিপার টেনশনের শেষ নেই, একা থাকি, কি খাই, কাপড়-চোপড় কে পরিস্কার করে? বিছানাপত্র কে গোছায়? ওর দুশ্চিন্তা দেখে মেস ছাড়তেই হলো। এসব খবর অফিস পর্যন্ত গড়ালো। ক্যান্টিনে কলিগদের ফিসফাস আলাপ, শুধু এটুকু কানে এলো, গাই বাছুর একসাথে পেয়েছে, অনেক খরচ সেভ হয়েছে, তারপর সমবেত অট্টহাসি….

গলা দিয়ে খাবার নামতে চাইলো না। সব শুনে দিপা সে রাতেই আমরা কাজী অফিসে গেলাম।
ওর মাথার উপরে একটা ছাতা থাকার টেনশন পুরোপুরি দূর হলো…

#Hasan Hafizur Rahman

কৃষ্ণপক্ষ চলছে, আকাশে ঘোর অন্ধকার।
দূরের বিলবোর্ডের রঙ্গিন আলো দেখতে ভালোই লাগছিলো, এখন কেমন যেন বিরক্ত লাগছে। নিচের রাস্তায় কত লোক চলছে, কেউ হেঁটে, কেউ রিক্সায় গাড়িতে। উপর থেকে কাউকেই আপন মনে হচ্ছে না। সন্ধ্যা থেকে একাই ছাদে বসে, মাথাটা মোটেও কাজ করছে না। পাঁচ মাসের বাড়িভাড়া বাকি, বাড়িয়ালা বাসা ছাড়তে বলছেন। দিশার টিউশন ফি দেবার সময় ব্যাংকে জমা সবটাই শেষ। অফিসেও বেশকিছু ধারদেনা হয়েছে। দ্বীপের জব হয়ে গেলেই শোধ করার কথা ছিলো। ওর ফ্লাইং ক্লাবের ফি দেবার সময় কারটা বেচতে হলো। তখন থেকে অফিসের বাসে আসা যাওয়া শুরু করলাম। প্রথম প্রথম সংকোচ লাগতো, এখন গা সওয়া হয়ে গেছে। কেউ জিজ্ঞেস করলে বলতাম, গাড়িটা গ্যারেজে আছে, লোকাল মার্কেটে একটা পার্টস পাওয়া যাচ্ছেনা, বাইরে থেকে আনতে হবে। কিছুদিন পর আর কেউ কিছু জিজ্ঞেস করতো না…

ছমাস হলো, দ্বীপ প্রাইভেট এয়ার লাইন্সে ভালো জব পেয়েছে, দিশারও ইন্টার্নি শেষ। এ্যাফেয়ারের ছেলের সঙ্গেই ওর বিয়ের কথাবার্তা চলছে, ওর দু’ ব্যাচ সিনিয়র । ওদের মাঝেই নিজেকে খুঁজে পেয়েছিলাম, সন্তান জন্ম দেবার অক্ষমতা ভুলেই গিয়েছিলাম। সবাই বড় একটা বাসায় ওঠার কথা ছিলো…

©Hasan Hafizur Rahman

একটা কথা সবার কাছে লুকাতে পারলেও আমার ক্লাইন ফেল্টার্স সিনড্রোমের (নিঃষ্ফলা রোগ) কথা দিপার কাছে লুকানো সম্ভব ছিলো না। আজ দুপুরে কাজী অফিস থেকে রেজিষ্ট্রি চিঠি এসেছে, এখনো খুলে দেখিনি…

গত মাসে ওরা নতুন বাসায় উঠেছে, রফিক সাহেবও বাসায় ফিরেছেন…

কয়েকদিন ফেসবুকেও ঢোকা হয়নি, অনেক গুলো নোটিফিকেশন জমা হয়ে অছে। স্ক্রল আপ-ডাউন করতে গিয়ে, দ্বীপের একটা পোষ্টে নজর থমকে গেলো। খুব সুন্দর একটা ফ্যামেলী পিকচার পোষ্ট করেছে। ভাইবোন দু’পাশ থেকে ওদের বাবাকে ধরে আছে, পাশে সহাস্য দিপা। ক্যাপসনটাও বেশ সুন্দর, ” My Dad is the best dad in the World, Love u dad, ♥ Happy Father’s Day ♥…

Hasan Hafizur Rahman

লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
  12345
20212223242526
27282930   
       
     12
24252627282930
       
2930     
       
    123
       
    123
25262728   
       
     12
31      
   1234
262728    
       
  12345
2728     
       
   1234
       
     12
31      
1234567
891011121314
15161718192021
2930     
       
    123
11121314151617
       
  12345
20212223242526
27282930   
       
      1
2345678
23242526272829
3031     
      1
       
293031    
       
     12
10111213141516
       
  12345
       
2930     
       
    123
18192021222324
25262728293031
       
28293031   
       
      1
16171819202122
30      
   1234
       
14151617181920
282930    
       
     12
31      
     12
3456789
10111213141516
17181920212223
       
© All rights reserved © MKProtidin.Com
Theme Developed BY ThemesBazar.Com